শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২১:৪১

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪০ জন হাসপাতালে ভর্তি

উত্তরণবার্তা প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় রাজধানী  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত  হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪০ জন। এরমধ্যে ঢাকায় ১৫০ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৯০ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৯১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৪৮ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪৬৮ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ জন। আক্রান্ত হয়ে সারাদেশে ১৬ হাজার ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ২৮১ এবং আর ঢাকার বাইরে ৩ হাজার ৮১১ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১২০ জন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ৮০৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩ হাজার ৩১৪ জন।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK