শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১২:০১

নাটোরে উপানুষ্ঠানিক বিদ্যালয় শিক্ষকদের ১২ দিনব্যাপি বুনিয়াদী প্রশিক্ষণ

নাটোরে উপানুষ্ঠানিক বিদ্যালয় শিক্ষকদের ১২ দিনব্যাপি বুনিয়াদী প্রশিক্ষণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলা সদরে আজ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সুপারভাইজারদের ১২ দিন ব্যাপি বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।আজ সোমবার সকাল দশটায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন নাটোর- নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রতœা আহমেদ।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফরোজা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১২ দিন ব্যাপি এ বুনিয়াদী প্রশিক্ষণে তিনজন সুপারভাইজার এবং ৩৩জন শিক্ষক অংশগ্রহন করছেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়নাধীন ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’র আওতায় নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় ১৪২টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বর্তমানে এসব বিদ্যালয়ে ঝরেপড়া এবং স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত তিনহাজার ৩৪০জন শিশু যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীতে অধ্যয়ন করছে।পরবর্তিতে এসব শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
উত্তরণবার্তা/এআর
 

 

  মন্তব্য করুন
     FACEBOOK