শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:৩৯
ব্রেকিং নিউজ

প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদনের আহ্বান প্রধানমন্ত্রীর

উত্তরণবার্তা ডেস্ক : সঞ্চয় বৃদ্ধি এবং দেশে থাকা প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদন নিশ্চিত করতে আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশকে অনেক অনাকাঙ্ক্ষিত সংকটের মুখমুখি হতে হবে। ’নিউইয়র্ক সময় শনিবার বেলা সাড়ে ১১টায় প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, ‘এখনই সবাইকে সচেতন হতে হবে। ’ বছর শেষে এই সেপ্টেম্বর আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এক অপেক্ষার প্রহর। প্রধানমন্ত্রী তাঁর দুঃসময়ে পাশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কথা স্মরণ করেন এবং তাদের ধন্যবাদ জানান।  

২০২৩ সাল খুবই সংকটের হতে পারে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রবাসীদের সঞ্চয় বাড়াতে হবে। নিশ্চিত করতে হবে দেশে থাকা প্রতি ইঞ্চি জমিতে উৎপাদন। ’ বঙ্গবন্ধু কন্যা বলেন, কারো কাছে হাত পাতবে না বাংলাদেশ। প্রবাসীদের আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে চলার আহ্বান জানান তিনি। প্রবাসীদের সাথে সরাসরি দেখা করতে না পারার আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ