শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:০২
ব্রেকিং নিউজ

যেভাবে তৈরি করবেন চিজ অমলেট

যেভাবে তৈরি করবেন চিজ অমলেট

উত্তরণবার্তা ডেস্ক : সকালের নাস্তায় ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চিজ অমলেট। এটি খেতে সুস্বাদু এবং পুষ্টিকরও। সব বয়সীদের কাছেও এটি পছন্দের খাবার। বিশেষ করে শিশুরা খেতে বেশি পছন্দ করে। চলুন তবে জেনে নেয়া যাক চিজ অমলেট যেভাবে তৈরি করবেন চিজ অমলেট।

তৈরি করতে যা লাগবে

ডিম- ৩টি

ময়দা- ৪ টেবিল চামচ

বেকিং পাউডার- ১/২ চা চামচ

কোড়ানো চিজ- ১০০ গ্রাম

বাটা পেঁয়াজ- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

গোল মরিচ- স্বাদমতো।


যেভাবে তৈরি করবেন

প্রথমে ডিম ভেঙে হালকা ফেটিয়ে নিন। এরপর ময়দা ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার বাকি সব উপকরণ ভালো করে মেশান। তেল গরম হলে তাতে মিশ্রণ ঢেলে বাদামি করে ভেজে নিন। ভাজা হলে পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK