শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৭:০৩

রাবিপ্রবিতে উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. সেলিনা আখতার

রাবিপ্রবিতে উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. সেলিনা আখতার

উত্তরণবার্তা প্রতিবেদক : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় উপাচার্য হিসেবে যোগদান করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তিনি।এসময় নবাগত উপাচার্যকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, অঞ্জন কুমার চাকমা (রেজিষ্টার)। যোগদানের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।

শ্রদ্ধা নিবেদন শেষে নিজ কার্যলয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাত ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উপাচার্য।  এর আগে গতকাল ১৯ সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাম্মদ রোখসানা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন উপাচার্যের নাম প্রকাশ করা হয়।প্রজ্ঞাপনে তাকে বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার শর্তে চার বছরের জন্য এই নিয়োগের কথা উল্ল্যেখ করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK