শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ০২:২৫
ব্রেকিং নিউজ

৬১ জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

৬১ জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

উত্তরণবার্তা প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড় শতাধিক আসনে ইভিএম ব্যবহারের করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এছাড়াও পার্বত্য অঞ্চল বাদে ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার কমিশন সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ ১৭ অক্টোবর।
 
তিনি আরও বলেন, বর্তমানে ইসির কাছে থাকা ইভিএম দিয়ে সর্বোচ্চ ৭০-৭৫টি আসনে ইভিএম ব্যবহার করা যাবে। আর বাকী আসনের জন্য  ইভিএম কিনতে প্রক্রিয়া শুরু করেছে কমিশন। অশোক দেবনাথ বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা আমলে নিয়ে সবদিক বিবেচনা করেই কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। কমিশন সভায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের জন্য ১২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চল বাদে ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।
উত্তরণবার্তা/এআর
 

 

  মন্তব্য করুন
     FACEBOOK