বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৫৩

পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

উত্তরণবার্তা ডেস্ক : চীনের সরকার যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিজিটিএনের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। কয়েকবার  না করার পরও বিরোধপূর্ণ তাইওয়ান দ্বীপে সফর করায় ন্যান্সি পেলোসি ও তার কাছের আত্মীয়দের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে চীন।
 
তবে তার ওপর ঠিক কি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি পরিস্কার করে জানায়নি দেশটি। নিষেধাজ্ঞার ব্যাপারে চীনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, চীনের কঠোর বাধা ও আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যাওয়ায়, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায়, এক-চীন নীতিকে পদদলিত করায় এবং তাইওয়ান প্রণালীর শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকিতে ফেলায়- ন্যান্সি পেলোসির উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য, চীনের আইন অনুযায়ী পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে চীন। সূত্র: দ্য গার্ডিয়ান
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK