শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৫১
ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল হবে অনূর্ধ্ব-২৩ দলের

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল হবে অনূর্ধ্ব-২৩ দলের

উত্তরণবার্তা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবারও ঢাকায় বসবে আন্তর্জাতিক ভলিবল আসর। গত ডিসেম্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে নারী-পুরুষ দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল এক সাথে। এবারের আসর হবে আগামী অক্টোবরে।
 
এশিয়ান সেন্ট্রাল জোনের সভায় এখন পর্যন্ত শুধু পুরুষদের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। তিনি বলেছেন,‘সেন্ট্রাল জোনের সভায় সিদ্ধান্ত হয়েছে অক্টোবরে ঢাকায় হবে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। আগের বছরগুলোতে জাতীয় দল নিয়ে এই টুর্নামেন্ট হলেও এবার হবে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। মেয়েদের টুর্নামেন্ট হবে কিনা এখনোও সিদ্ধান্ত হয়নি।’
 
আশিকুর রহমান মিকু বলেছেন, ‘আমাদের অনূর্ধ্ব-২০ যে দলটি বাহরাইন যাচ্ছে, ওই দলের বেশ কয়েকজন খেলোয়াড়সহ আরেকটি দল পরে পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ে অনুষ্ঠিত হবে চার জাতি একটি টুর্নামেন্ট। সেখানে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আমরা ওই টুর্নামেন্টে পাঠাবো অনূর্ধ্ব-২৩ দল। আমাদের উদ্দেশ্য অনূর্ধ্ব-২৩ দলটিকে শক্তিশালী করা। কারণ, অক্টোবরে বঙ্গবন্ধু কাপে অনূর্ধ্ব-২৩ দল খেলবে।’ দুবাইয়ের টুর্নামেন্টটি কবে হবে? মিকু জানালেন, ‘এখনও তারিখ চূড়ান্ত হয়নি। তবে বাহরাইনের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পরপরই দুবাইয়ের টুর্নামেন্ট হবে।’
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ