বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:৫৪

বাংলা সাহিত্যে মিমের স্নাতকোত্তর সম্পন্নের স্বীকৃতি

বাংলা সাহিত্যে মিমের স্নাতকোত্তর সম্পন্নের স্বীকৃতি

উত্তরণবার্তা ডেস্ক : অভিনয়ের পাশাপাশি সমানতালে পড়াশোনা চালিয়ে গেছেন ঢাকাই সিনেমার সুন্দরী নায়িকা বিদ্যা সিনহা মিম। বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করেছেন এই অভিনেত্রী। তারই আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন সম্প্রতি। বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে মিমের হাতে সনদ তুলে দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।
 
বিষয়টি নিয়ে ভীষণ আপ্লুত মিম।  মিম বলেন, ‘আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন আজকে। শিক্ষাজীবন অফিশিয়ালি শেষ হওয়ার দিন আজ, আজ আমার কনভোকেশনের দিন। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করি আমি। কনভোকেশনের এই অনুষ্ঠান ২০২০ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির ফলাফল আমরা সবাই জানি। এরপরও বেটার লেট দ্যান নেভার- অবশেষে কনভোকেশন হলো।’
 
মিডিয়াতে কাজ করে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক কঠিন উল্লেখ করে মিম বলেন, ‘আমি আমার সাউথইস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই এ রকম একটি আয়োজনের জন্য। ধন্যবাদ জানাই আমার প্রতিটি শিক্ষককে, যারা আমার পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন। মিডিয়াতে কাজ করে একই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ নয় অবশ্যই। ধন্যবাদ জানাই আমার সেসব সহপাঠীকে, যারা পড়াশোনা বিষয়ক যেকোনো বিষয় মিস করলেও পরবর্তী সময়ে আমাকে সাহায্য করেছে, যেন আমার জন্য পড়াশোনার পথটা সহজতর হয়। ’
 
প্রাপ্তির বিষয়ে ভীষণ খুশি জানিয়ে মিম বলেন, ‘এই বছর জীবনের সব প্রাপ্তি মিলিয়ে আমি খুবই খুশি। ২০২২ আমার জন্য খুবই ভালো যাচ্ছে। ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। ধন্যবাদ জানাই আমার মা-বাবাকে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য ভালোবাসা।’ উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বিয়ে করেন মিম। পরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন। সদ্য ঈদে তার অভিনীত ‘পরাণ’ দর্শকরা গ্রহণ করেছে।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK