শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:৪৪
ব্রেকিং নিউজ

খাসির কষা মাংস বানাবেন যেভাবে

খাসির কষা মাংস বানাবেন যেভাবে

উত্তরণবার্তা ডেস্ক : বিশেষ আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে খাসির কষা মাংস রাখতে পারেন। এটি রান্না করা খুব সহজ সেইসঙ্গে সুস্বাদুও। এটি রান্নার বিশেষত্ব হলো আলাদা কোনো পানি যোগ করতে হয় না। অল্প আঁচে ধীরে ধীরে রান্না করতে হয়। রেসিপি মেনে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। চলুন তবে জেনে নেয়া যাক খাসির কষা মাংস বানাবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে

খাসির মাংস- ১/২ কেজি

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

ADVERTISEMENT

টক দই- পরিমাণমতো

হলুদ- ১ চা চামচ

জিরা- ১ চা চামচ

ধনিয়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

দারুচিনি- ৩/৪টি

শুকনা মরিচ- ৩-৪টি

তেজপাতা- ৩টি

চিনি- সামান্য

লবণ- স্বাদমতো

গরম মসলার গুঁড়া- ১ চামচ

আস্ত রসুনের টুকরা- কয়েকটি।



যেভাবে তৈরি করবেন

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংসের সঙ্গে আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া, টক দই ও গরম মসালা মিশিয়ে মেরিনেট হতে দিন ২-৩ ঘণ্টা। এরপর রান্নার পাত্রে তেল গরম করে তাতে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর আস্ত রসুনের টুকরাগুলো দিন। রসুন সোনালি হয়ে এলে তাতে মেরিনেট করা মাংস দিয়ে অল্প আঁচে রান্না করুন। কিছুক্ষণ পরপর নেড়ে দিন। ভালোভাবে কষিয়ে রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত। নামানোর আগে সামান্য ঘি মেশাতে পারেন। গরম ভাত, পরোটা, খিচুড়ি, রুটি, পোলাও ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারবেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK