শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০২

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২১৮৩

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২১৮৩

উত্তরণবার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় চার জন মারা গেছেন। এ সময়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। গতকাল শনাক্ত ছিল ২ হাজার ২৪১ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদফতর জানায়, আজকের ৪ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৯ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন।
 
এ দিন সুস্থ হয়েছেন ২৯০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৮২টি। এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৮ শতাংশ।
 
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী একজন। মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন,  ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন আছেন। তাদের মধ্যে একজন ঢাকার, দুই জন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর।  
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ