শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৪:৪৮

গোপালগঞ্জে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

গোপালগঞ্জে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার মুকসুদপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২২ খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় কৃষকদের মাঝে ১০কেজি এমওপি, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে রুপা আপন ধানের বীজ বিতরণ করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK