বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২১:১১
ব্রেকিং নিউজ

রেসিপি : ক্যাবেজ স্টিমরোল

রেসিপি : ক্যাবেজ স্টিমরোল

উত্তরণ বার্তা লাইফস্টাইল ডেস্ক : বাজারে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বাঁধাকপি। শীতের এই সবজি তরকারি হিসেবেও খাওয়া যায়। আর স্যুপ, সবজি রোলও তৈরি করে খেতে পারেন। বাঁধাকপির পাতার মোড়কে আছে নানা পুষ্টিগুণ, যেমন- ভিটামিন ‘সি’ ও ‘কে’। এর ফলিক অ্যাসিড বা রক্ত বাড়ায়, গর্ভস্থ শিশুর সুস্থতা নিশ্চিত করে। বাঁধাকপিতে বিদ্যমান গ্লুকোসিনোলেট নামের উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়ক। 
গবেষণা বলছে, পাতা দিয়ে মোড়া এ ধরনের সবজি রক্তে চর্বি ও শর্করা কমায়। বাঁধাকপি আঁশেরও চমৎকার উৎস, যা কোষ্ঠকাঠিন্য দূর করে।
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ক্যাবেজ স্টিমরোল-
উপকরণ
বাঁধাকপির পাতা ৬টা, মুরগির কিমা ২ কাপ, গাজর আধাকাপ, কাঁচামরিচকুচি ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, অলিভ ওয়েল ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া সামান্য, গোলমরিচ গুঁড়া সিঁকি চা চামচ, লবণ সামান্য।
প্রণালি
বাঁধাকপির পাতা খুলে সামান্য লবণ মেখে নিন। গাজর কুচি করে নিন। মাংসের কিমার সঙ্গে গাজর, অলিভ ওয়েল, কাঁচামরিচ, সয়া সস, গরম মসলা গুঁড়া, জয়ফল-জয়ত্রী গুঁড়া, গোলমরিচ গুঁড়া সব একসঙ্গে মেখে নিন। কপির পাতার ভেতর এই মিশ্রণ ঢুকিয়ে রোল বানিয়ে নিন। 
এবার স্টিমারে রেখে ভাপে দিন। সিদ্ধ হলে নামিয়ে নিন। এর পর গরম গরম পরিবেশন করুন।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK