বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:২৭

দেশে কমেছে বৃষ্টি

দেশে কমেছে বৃষ্টি

উত্তরণবার্তা ডেস্ক : সিলেট ও চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় সিলেটে মাত্র ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর চট্টগ্রামে হয়েছে ২২ মিলিমিটার। আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় , চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
 
পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সকালে থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সিলেটে মাত্র ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। চট্টগ্রামে হয়েছে ২২ মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ১২০ মিলিমিটার। দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।এছাড়া সর্বোচ্চ ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে। গত দুইদিনে আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে ক্রমান্বয়ে দেশের তাপমাত্রা বাড়ছে।পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK