বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৯:৫৫
ব্রেকিং নিউজ

কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

উত্তরণবার্তা প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় শুরু হয় এই ভোটগ্রহণ। যা টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।এবার ১০৫ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে হচ্ছে ভোট। বুথ রয়েছে ৬৪০টি। একজন মেয়র ও ৩৬ জন কাউন্সিলর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন নগরীর প্রায় সোয়া ২ লাখ ভোটার।রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, 'আমরা সুষ্ঠু ভোট করায় বদ্ধপরিকর। পুলিশ প্রশাসনের সার্কুলার অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতি কেন্দ্রেই পর্যাপ্তসংখ্যক পুলিশ, আনসার রয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট করা হয়েছে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি আশাবাদী, একটি ভালো নির্বাচন হবে'।কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, আমাদের কমিশন এ ব্যাপারে খুবই শক্ত। জোর করে ভোট আদায় করার সুযোগ নেই৷ নির্বাচনের দিন যদি কোনো তথ্য আসে যে অনিয়ম হয়েছে, তাহলে আমরা নির্বাচন বন্ধ করে দেব।
 
তিনি আরও বলেন, 'সিসি ক্যামেরায় ভোটের আগের দিন থেকে ভোটের পরের দিন সকাল পর্যন্ত ধারাবাহিকভাবে রেকর্ডিং হবে। যদি কেউ অভিযোগ দেয় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ফলস ভোট দেওয়া হয়েছে, তাহলে আমরা দেখে কিন্তু ব্যবস্থা নিতে পারব'।জানা গেছে, নগরীর ২৭ ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। নারী ১ লাখ ১৭ হাজার ৯২ ও পুরুষ ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দু’জন। ১০৮ জন সাধারণ ও ৩৮ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী। নির্বাচন পর্যবেক্ষণ করছেন দেশি সাত পর্যবেক্ষক সংস্থা ও গণমাধ্যমকর্মীরা। ভোট গ্রহণ ও ভোটারদের নিরাপত্তায় মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ৩ হাজার সদস্য।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK