মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৩৬

ব্রাজিলে বন্যা-ভূমিধস : নিহত ৩০

ব্রাজিলে বন্যা-ভূমিধস :  নিহত ৩০

উত্তরণবার্তা  ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্ব পার্নাম্বুকো রাজ্যে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় রেসিফ শহরে ২৮ জনের মৃত্যু হয়। খবর আল-জাজিরার। আজ রোববার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস হয়েছে। বন্যায় বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা পানিতে ডুবে গেছে। ঘরবাড়ি ভেঙে পড়েছে। এতে আরও বলা হয়, রাজ্যের ৭৬৫ জন মানুষ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রাজ্যেটিতে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
 
রাজ্য সিভিল ডিফেন্সের নির্বাহী সচিব জানিয়েছেন, রাজ্যে প্রায় ৩২ হাজার পরিবার ভূমিধস বা বন্যার ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাস করছে।এদিকে ভারি বৃষ্টির কারণে আলাগোআসে রাজ্য সরকার ৩৩টি পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় স্কুলগুলোকে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের আশ্রয় দিতে খুলে দেয়া হয়েছে।
উত্তরণবার্তা/এআর
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK