বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:৪৩

২২ আরোহী নিয়ে নেপালে বিমান নিখোঁজ

২২ আরোহী নিয়ে নেপালে বিমান নিখোঁজ

উত্তরণবার্তা ডেস্ক  : ২২ আরোহী নিয়ে নেপালের বেসরকারি বিমান সংস্থার একটি ছোট যাত্রীবাহী বিমান২৯ মে  রবিবার নিখোঁজ হয়েছে। এসব আরোহীর মধ্যে চারজন ভারতীয় নাগরিক আছেন। বিমান সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তারা এয়ারের একটি বিমান পর্যটন শহর পোখরা থেকে উড্ডয়ন করে। এটি দেশটির রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর পশ্চিমে। 
 
জেলা প্রধান কর্মকর্তা নেত্র প্রসাদ শর্মা বলেন, 'বিমানটি মুস্তাং জেলার জোমসোমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে ঘুরিয়ে দেয়া হয়েছিল। এরপরে এটি যোগাযোগে আসেনি।' জোমসোম বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দাবি, তাদের কাছে জোমসোমের ঘাসায় একটি বিকট শব্দ হওয়ার সম্পর্কে রিপোর্ট রয়েছে। মুস্তাং জেলা পুলিশ অফিসের ডিএসপি রাম কুমার দানি জানিয়েছেন, বিমানের অনুসন্ধানে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। 
উত্তরণবার্তা/এআর
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ