মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০০
ব্রেকিং নিউজ

ফিলিপাইনে সাগরে নৌকা ও জাহাজের সংঘর্ষ : ৭ জেলে নিখোঁজ

ফিলিপাইনে সাগরে নৌকা ও জাহাজের সংঘর্ষ : ৭ জেলে নিখোঁজ

উত্তরণবার্তা ডেস্ক  : ফিলিপাইনে সাগরে মাছধরা নৌকা ও মালবাহী জাহাজের মধ্যে সংঘর্ষে সাত জেলে নিখোঁজ হয়েছে। রোববার উদ্ধারকারীরা তাদের সন্ধানে তল্লাশি চালায়। ফিলিপাইনের উপকূলরক্ষীরা জানায়, শনিবার পালোয়ান দ্বীপের পূর্বে মাছধরা নৌকা ও এমভি হ্যাপী হিরো জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মাছধরা নৌকাটি উল্টে সুলু সাগরে ডুবে যায়।উপকূলরক্ষীদের মুখপাত্র কমোডোর আরমান্দো বালিলো এ কথা জানান।
 
নৌকার ২০ ক্রুর  মধ্যে ১৩ জনকে অন্য নৌকার সাহায্যে পানি থেকে তুলে জাহাজে নেয়া হয়। নিখোঁজ বাকী সাতজনকে উদ্ধারে তল্লাশি চলছে। সাত হাজারেরও বেশি দ্বীপের দেশ ফিলিপাইনে সামুদ্রিক নিরাপত্তা রেকর্ড খুবই নিম্নমানের। গত সোমবার একটি ফেরিতে আগুন লেগে সাত জনের প্রাণহানি ঘটে এবং ১২৭ জনকে উদ্ধার করা  হয়।
উত্তরণবার্তা/এআর
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ