মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:৪৭
ব্রেকিং নিউজ

এত উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট : তাজুল ইসলাম

এত উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট : তাজুল ইসলাম

উত্তরণবার্তা প্রতিবেদক : স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ঘরে ঘরে বিদ্যুৎসহ অনেক উন্নয়ন হয়েছে। এমনকি পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে। যেগুলো বাংলাদেশের মানুষ কখনো চিন্তাও করতে পারে নাই। এত উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে।
 
তারা মনে করছে বাংলাদেশের মানুষ তাদের ধিক্কার দেবে। এ অবস্থায় তারা বিভিন্ন ধরনের আবোল-তাবোল বকছেন। আজ শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ ও চরফ্যাশন পৌরসভা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘাটতি পূরণ করেছেন। ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে আবারও ৫২ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। যা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী সেটি পূরণ করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে।
 
মন্ত্রী বলেন, বিএনপি বাংলাদেশে জ্বালাও পোড়াও আন্দোলন ও বাংলার মানুষকে বুভুক্ষু করা ছাড়া কোনো দায়িত্ব পালন করেনি। তাই এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হবে। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
 
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ