বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৯:৪৮
ব্রেকিং নিউজ

চাপ মনে করলে মমিনুলকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ সুজনের

চাপ মনে করলে মমিনুলকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ সুজনের

উত্তরণবার্তা ডেস্ক : ক্যারিয়ারের বাজে সময় কাটাচ্ছেন টেস্ট অধিনায়ক মমিনুল হক। ব্যাটে রান নেই দীর্ঘদিন।  সর্বশেষ ১০ ইনিংসে ফিফটি তো দূরের কথা, মমিনুলের সর্বোচ্চ সংগ্রহ ৩৭। তার ইনিংসগুলো যথাক্রমে ১৩*, ০, ৩৭, ০, ২, ৬, ৫, ২, ৯ এবং ০।
 
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, নেতৃত্বের চাপেই মমিনুল তার ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছেন না। বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ানকে তাই নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিলেন জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেন, 'পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবে অধিনায়কত্ব বোঝা হয়ে গেল কি না। ও আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। তার গড় ছিল ৫০-এর ওপরে। হঠাৎ করে পারফর্ম করছে না―প্রশ্ন থেকেই যায়। এটার উত্তর মমিনুলই সবচেয়ে ভালো দিতে পারবে। এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (নেতৃত্ব) চাই না। আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করুক, আমরা এটা চাই। '
 
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও গতকাল ম্যাচ শেষে বলেছিলেন, তিনি মমিনুলের নেতৃত্বে খুশি। এবার সুজনও বললেন, তিনি আস্থা হারাচ্ছেন না, 'বাইরে থেকে দেখে কিছু সময় মনে হয়―হ্যাঁ, মমিনুল মনে হয় চাপে আছে। সেই চাপ হয়তো ব্যাটিংয়ে কিছুটা হলেও ক্ষতি করছে। কিন্তু সে ক্লাস প্লেয়ার। আশা করি সে কামব্যাক করবে। মমিনুলের প্রতি পরামর্শ―বেসিকের ওপর নির্ভর করতে হবে। প্র্যাকটিসে সবই ভালো হচ্ছে, ঠিকঠাক করছে। মানসিক চাপ মাঠে যাচ্ছে কি না এটাই কথা। ম্যাচে গিয়ে ডেলিভার হচ্ছে না। '
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK