বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২০:৪৮
ব্রেকিং নিউজ

গাজীপুরের শ্রীপুরে এবার সোয়া ১৮ কোটি টাকার লিচু বিক্রির প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে এবার সোয়া ১৮ কোটি টাকার লিচু বিক্রির প্রত্যাশা

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার শ্রীপুরে উন্নত জাতের লিচু চাষ করেছেন চাষিরা। এর মধ্যে একটি ঘন গোলাপি রঙের লিচু। পাশাপাশি পাতি (চায়না-৩), কদমী, বোম্বে, ভেরারী ও দেশিসহ বিভিন্ন জাতের লিচু চাষ করেছেন তারা। এবার উপজেলায় ১৮ কোটি ২৫ লাখ টাকার লিচু বিক্রি হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। চাষিরা জানান, গত দুই বছর করোনা মহামারীতে লিচু বিক্রি অনেক কম হয়েছে। এবার ফলন ভালো হয়েছে। দামও ভালো পাচ্ছেন। এভাবে বিক্রি হলে ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীপুরের বিভিন্ন লিচু বাগানের গাছে ঝুলছে গোলাপি রঙের লিচু। এরই মধ্যে কেউ কেউ গাছ থেকে লিচু পাড়তে শুরু করেছেন। আবার কেউ কেউ অপেক্ষায় আছেন। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, গাছ থেকে লিচু পারছেন চাষিরা। ৫০/১০০ লিচুর আঁটি বাঁধছেন শ্রমিকরা। ১০০ লিচু ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন চাষিরা। টেপিরবাড়ী গ্রামের রফিকুল ইসলাম বলেন, আমার দেশি জাতের লিচু গাছ আছে ১৫০টি, কদমী ৬০টি ও বোম্বে ১০টি। বাণিজ্যিকভাবে কদমী এবং বোম্বে জাতের লিচুর বাজার ভালো। ফলন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছি। লিচু বেপারি আসাদুল ইসলাম বলেন, এবার লিচুর ফলন ভালো হয়েছে। বেচাকেনাও ভালো। করোনার কারণে গত দুই বছর লিচু বাগান কিনলেও বিক্রি করতে পারিনি। এবার ব্যবসা ভালো হচ্ছে। করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লাভ কম হচ্ছে। রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ গ্রামের চাষি আলী শেখ জানান, তার ২০টি লিচু গাছ রয়েছে। গত দুই বছর করোনার কারণে লিচুর ফলন ভালো হলেও সময়মতো বিক্রি না করতে পারায় লোকসান গুনতে হয়েছে। এ বছর ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজার টাকার লিচু বিক্রি করেছেন। বাজারে ১০০ লিচু ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি করছেন। বিক্রি ভালো হওয়ায় করোনার ক্ষতি পুষিয়ে নিতে পারছেন। উপজেলার পাবুরিয়াচালা গ্রামের লিচু চাষি আব্দুল্লাহ বলেন, এক বিঘা জমিতে ১৬টি লিচু গাছে আশানুরূপ ফলন হয়েছে। আশা করছি দাম ভালো পাবো। অন্যান্য বছরের চেয়ে এবার লিচুতে পোকার আক্রমণ কম।

ব্যবসায়ী আজিজুল হক বলেন, আড়াই লাখ লিচু কিনেছি ৩ লাখ টাকায়। এবার ফলন ভালো হওয়ায় লিচুর দাম বাজারে কিছুটা কম। আকার আকৃতির দিক থেকে অন্যান্য বছরের তুলনায় কিছুটা ব্যতিক্রম হওয়ায় চাহিদা কমেছে। তবে আশা করছি লোকসান হবে না। ব্যবসায়ী মোস্তফা বলেন, করোনার কারণে ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, এবছর লিচু বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিতে পাবো। ১৩ লাখ লিচু কিনেছি। আমার বাগানে ২০ জন শ্রমিক কাজ করছেন।  চাষি এনামুল হক বলেন, শ্রীপুরে এবার লিচুর ফলন ভালো হয়েছে। তবে বৃষ্টির কারণে অনেক লিচু ঝরেও গেছে। এবার দাম ভালো পাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, জেলায় দেড় হাজার হেক্টরের বেশি জমিতে লিচু চাষ হয়। আবাদের প্রায় অর্ধেক শ্রীপুরে হয়েছে।শ্রীপুর উপজেলা উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, এবার শ্রীপুরে ৭৩০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে দেশি বা পাতি (চায়না-৩) ৫০ হেক্টর, কদমী ৪০ হেক্টর, বোম্বে ১৫৫ হেক্টর, ভেরারী ১৫ হেক্টর ও বাকিগুলো দেশি জাতের লিচু। ফলন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছেন চাষিরা। এবার ৭৩০ হেক্টর জমিতে তিন হাজার ৬৫০ মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছে। আশা করছি, ১৮ কোটি ২৫ লাখ টাকার লিচু বিক্রি হবে।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK