শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:১০
ব্রেকিং নিউজ

গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় জরিমানা

গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় জরিমানা

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার সেনবাগ উপজেলায় মঙ্গলবার গবাদিপশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি’র নেতৃত্বে স্থানীয় সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে অভিযানকালে এ জরিমানা করা হয়। 
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে অভিযানকালে গবাদিপশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির মালিক উত্তম চক্রবর্তীকে ত্রিশহাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ধ্বংস করা হয়।এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সেনবাগ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK