শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৪১

সংসদীয় কমিটিতে সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল, ২০২২ পর্যালোচনা

সংসদীয় কমিটিতে সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল, ২০২২ পর্যালোচনা

উত্তরণবার্তা প্রতিবেদক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল, ২০২২ পর্যালোচনা করা হয়েছে। সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে আজ  সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় পরবর্তী বৈঠকে অধিকতর পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোঃ আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী, গেøারিয়া ঝর্ণা সরকার, বেগম রুমিন ফারহানা, সেলিম আলতাফ জর্জ এবং বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন  সভায় অংশ গ্রহণ করেন। 
 
সভায় কমিটির ২০তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা  হয়। আইন কমিশনের চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ