শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১০:৪৫
ব্রেকিং নিউজ

রাজনৈতিক সম্পর্কের উন্নতি না হলে ভারত-পাকিস্তান সিরিজ নয়: মানি

রাজনৈতিক সম্পর্কের উন্নতি না হলে ভারত-পাকিস্তান সিরিজ নয়: মানি

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে মানির কথা থেকেই মিললো, বিসিসিআইয়ের আচরণে অনেক হতাশ তারা। কারণ, ‘কয়েক বছর ধরে পিসিবি দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে অনেকবার আলোচনায় বসেছে। এখন এটা টি-টোয়েন্টি হোক বা দ্বিপক্ষীয়, সবগুলো বিষয়ই ওদের হাতের নির্ভর করছে।’  
 
রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে ১৪ বছর ধরে টেস্ট সিরিজ খেলেনি ভারত। উল্টো দিকে পাকিস্তানও আট বছর ধরে ভারত সফর করেনি। তবে বৈশ্বিক ইভেন্টে ঠিকই তারা একে অপরের মুখোমুখি হয়েছে নিয়মিত। সেটা হোক বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি।
 
এছাড়া আইপিএলেও পাকিস্তানি খেলোয়াড়রা অবাঞ্ছিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাকিস্তানি খেলোয়াড়দের খেলার অভিজ্ঞতা সেই ২০০৮ সালের। সেবারই ১১জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলার দুর্লভ অভিজ্ঞতা অর্জন করেছিলেন। মানি অবশ্য এ বিষয়েও বলেছেন যে, আইপিএলে খেলতে বিসিসিআইয়ের কাছে কোনও অনুরোধও করবেন না তিনি, ‘এই মুহূর্তে ভারতে কোনও টি-টোয়েন্টি লিগে খেলার ইচ্ছা আমাদের নেই। প্রথম ওদের আমাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কটা ঠিক করতে হবে। তার পরে আমরা কথা বলবো।’   
 
দ্বিপক্ষীয় সিরিজের বেলায় বিসিসিআই সব সময়ই ভারত সরকারের সবুজ সঙ্কেতের বিষয়টি সামনে আনে। মানি অবশ্য এ বিষয়ে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন। এ ক্ষেত্রে আইসিসির গঠনতন্ত্রের কথাও উল্লেখ করেছেন আইসিসির সাবেক এই সভাপতি, ‘এই দ্বিপক্ষীয় ক্রিকেট নিয়ে বিসিসিআইর সঙ্গে আমি কোনও কথা বলবো না। এখন বিষয়টা ওদের ওপর নির্ভর করছে, তারা আমাদের সঙ্গে কথা বলবে কিনা, যদি ওদের কিছু বলার থাকে। আইসিসির গঠনতন্ত্র বলে, এ বিষয়ে সরকারের কোনও হস্তক্ষেপ থাকবে না। তাই আমার মনে হয় আইসিসিরই এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলা উচিত।’
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK