বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:২৬

হাতিয়ার পুকুরে মিললো ৩৫টি ইলিশ

হাতিয়ার পুকুরে মিললো ৩৫টি ইলিশ

উত্তরণবার্তা প্রতিবেদক : নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। পরে মাছগুলো বাজারে বিক্রি করা হয়। ১৩ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ‘যুগান্তর কিল্লা’ পুকুরে মাছগুলো পাওয়া যায়। প্রতিটি ইলিশের ওজন ৩শ-৪শ গ্রাম করে। বিষয়টি নিশ্চিত করেন নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ।তিনি জানান, পুকুরের মালিক আবদুল মান্নান পুকুরে সেচের মেশিন বসিয়েছেন। শুক্রবার বিকেলের দিকে পানি কমে এলে জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয় বড় মাছগুলো ধরার জন্য। তখন ওই জালেই ৩৫টি ইলিশ মাছ উঠে।
 
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, গত বছরও যুগান্তর কিল্লা পুকুরে ইলিশ মাছ পাওয়া যায়। তখন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে পুকুরটি পুরোপুরি ডুবে গিয়েছিলো। এবছরও ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সৃষ্ট জোয়ারে পুকুরটি ডুবে যাওয়ায় পুকুরের মালিক মেশিন বসিয়ে সেচ দেয়। পানি কমে এলে বড় মাছগুলো উঠানোর জন্য জাল ফেলা হলে এ ইলিশ মাছগুলো জালে উঠে। ধারণা করা হচ্ছে জোয়াারের পানিতে ইলিশ মাছগুলো পুকুরে প্রবেশ করে। পুকুুুুরটি নদীর কাছাকাছি হওয়ায় এমন ঘটনা ঘটেছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ