শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:২৫
ব্রেকিং নিউজ

হবিগঞ্জে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার চুনারুঘাট উপজেলায় আজ পুরানো দামে ক্রয়কৃত ও ট্যাগ লাগানো সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রির দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময় জব্দকৃত তিনশ’ লিটার সয়াবিন তেল নায্য মূল্যে ভোক্তাদের মধ্যে বিক্রি করা হয়। আজ শুক্রবার দুপুরে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে জেলায় জাতীয়ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে অভিযানকালে এ জরিমানা করা হয়।

সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযানকালে পুরানো দামে ক্রয়কৃত ও ট্যাগ লাগানো সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রির দায়ে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারের মেসার্স সোহেল স্টোর ও মেসার্স পন্ডিত স্টোরকে চারহাজার টাকা করে মোট আটহাজার টাকা এবং মেসার্স ব্রজলাল স্টোর ও মেসার্স সুমন স্টোরকে তিনহাজার টাকা করে মোট ছয়হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ