বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:১৮

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে জয় পেলো বাংলাদেশ

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে জয় পেলো বাংলাদেশ

উত্তরণবার্তা ডেস্ক : এশিয়ান গেমস হকির বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার সকালে ব্যাংককে পুল ‘বি’-এর ম্যাচে ফজলে রাব্বি-পুস্কর ক্ষিসা মিমোরা ৩-১ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। প্রথম কোয়ার্টারে ম্যাচের ১০ মিনিটের মাথায় সারোয়ার হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় পেনাল্টি কর্নার থেকে গোল করেন সারোয়ার। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিমো। তিনি ফিল্ড গোল করেন। আর তৃতীয় কোয়ার্টারের শুরুতে (৪০ মিনিটে) একটি গোল শোধ দেন ইন্দোনেশিয়ার আন্দ্রেয়া সান্দ্রে। তবে পরের মিনিটেই বাংলাদেশের ফজলে রাব্বী ফিল্ড গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ পর্যন্ত এই ব্যধানেই জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
 
এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ৯টি দল অংশ নিয়েছে। তার মধ্যে পুল-‘এ’ তে রয়েছে ওমান, স্বাগতিক থাইল্যান্ড, হংকং চীন, উজবেকিস্তান ও কাজাখস্তান। আর পুল-‘বি’ তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশ তাদের পরের ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আর বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচে লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। দুই গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। আগামী ১৫ মে রোববার হবে ফাইনাল। আগামী বছর চীনের হাংজুতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে মোট ১২টি দল অংশ নেবে। তার মধ্যে বাছাইপর্ব থেকে সেরা ৬টি দল যাবে। 
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK