শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১২:২০

বার্কোসের এক ম্যাচের দাম ৩ কোটি টাকা

বার্কোসের এক ম্যাচের দাম ৩ কোটি টাকা

গত ফেব্রুয়ারিতে ঢাকায় এসেই এএফসি কাপে একটি ম্যাচ খেলার সুযোগ পান বার্কোস। মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে নিজের জাতটা চিনিয়ে দেন। একাই করেন চার গোল। এরপর তো করোনার কারণে খেলা স্থগিত হয়ে যায়। পুনর্বিন্যস্ত সূচিতেও আর খেলা হলো না। এশিয়ান ফুটবল কনফেডারেশন এবারের মতো টুর্নামেন্টটিই বাতিল করে দিয়েছে। বার্কোসের মাসিক বেতন প্রায় ২০ লাখ টাকা। তার পেছনে ব্যয় আছে আরও। আগামী ডিসেম্বর পর্যন্ত তার জন্য সবমিলিয়ে ক্লাবের খরচ হবে প্রায় তিন কোটি টাকা।
 
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান শনিবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এএফসি কাপ বাতিল হওয়ায় আমরা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। এ বিষয়ে আমরা এএফসিকে চিঠি দিয়ে জানাবো। তবে এর মধ্যে একজন খেলোয়াড়ের পেছনেই আমাদের ব্যয় অনেক। অনেক বেশিই বলতে পারেন। এক বার্কোসের পেছনে আগামী ডিসেম্বর পর্যন্ত আমাদের ব্যয় হবে প্রায় তিন কোটি টাকা। তার বেতন, বিমান ভাড়া, ফ্ল্যাট ভাড়াসহ আনুষঙ্গিক অনেক খরচ আছে।’
 
এই ডিসেম্বরে বার্কোসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ক্লাবটির। ইমরুল হাসান বলেছেন, ‘দু:খের বিষয় হলো আমরা বার্কোসকে মাত্র একটি ম্যাচে পেয়েছি। ডিসেম্বরের মধ্যে ঘরোয়া ফুটবল হবে কি না জানি না। না হলে তো আর বার্কোসকে মাঠের খেলতে দেখা যাবে না। ডিসেম্বরের পর তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে। এরপর হয়তো নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে।’
 
শুধু বার্কোস নয়, অন্য দুই ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজ ও রবিনহোর পেছনেও কম টাকা যায় না বসুন্ধরার। যদিও এ দুজন ফুটবলারের সঙ্গে আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি আছে ক্লাবটির। অর্থাৎ এটা প্রায় নিশ্চিত যে ঘরোয়া ফুটবলে তাদের দেখা যাবে।
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK