শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৪:৪৯

কাবাডি: ইরাককে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

কাবাডি: ইরাককে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

উত্তরণবার্তা ডেস্ক : বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয় বারের মত ফাইনালে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে প্রথমবারের মত খেলতে আসা ইরাককে পাত্তাই দেয়নি স্বাগতিকরা। আজ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ইরাককে ৫৫-৩৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে  বাংলাদেশ এগিয়ে ছিল ৩০-১৭ ব্যবধানে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া। প্রথম সেমিফাইনালে তারা শ্রীলঙ্কাকে ৪৯-২৯ পয়েন্ট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। প্রথমার্ধে আফ্রিকার দলটি এগিয়ে ছিল ২৬-১২ পয়েন্টে। বৃহস্পতিবার বিকাল ৫টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও কেনিয়া।
 
সর্বশেষ ২০২১ সালের আসরেও এই কেনিয়ার বিপক্ষে ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গতবার ৩৪-২৮ পয়েন্টে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ, হারেনি কোনো ম্যাচ। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারানোর পর মালয়েশিয়ার বিপক্ষে জিতেছিল ৫৬-২১ পয়েন্টে। তবে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয় বাংলাদেশক। শেষ পর্যন্ত ৪০-৩৮ পয়েন্টে জিতে ‘এ’ গ্রুপের সেরা হয় বর্তমান চ্যাম্পিয়নরা।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK