মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:১৬

ঢাকায় সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শো-রুমের উদ্বোধন

ঢাকায় সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শো-রুমের উদ্বোধন

উত্তরণবার্তা  প্রতিবেদক : জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিসেবা বাংলাদেশে বিক্রি শুরু করলো দেশের আইসিটি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিমিটেড। মঙ্গলবার রাজধানীর জহির স্মার্ট টাওয়ারের নীচ তলায়  চালু করা হয় সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শো-রুম। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে শো-রুমের উদ্বোধন করেন। স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সনি’র দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘করোনাকালে এত অল্প সময়ের মধ্যে স্মার্ট টেকনোলজিস পণ্য বাজারজাত করতে পারবে, এটা আমি ধারণাও করতে পারিনি। এ সাফল্যের জন্য আমি স্মার্ট টেকনোলজিসের সকল কর্মকর্তাদের অভিনন্দন জানাই। বাংলাদেশে সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে স্মার্ট টেকনোলজিস দেশের সব জেলা-উপজেলায় আসল সনি’র পণ্য পৌঁছে দিবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সনি করপোরেশনের সঙ্গে মিলে বাংলাদেশেই পণ্য উৎপাদন কারখানা স্থাপনের জন্য স্মার্ট টেকনোলজিসকে আহ্বান জানান মন্ত্রী।
 
বিশেষ অথিতির বক্তব্যে সনি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো বলেন, ‘বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বহুজাতিক ব্র্যান্ডের হয়ে বাংলাদেশের আইসিটি খাতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছে স্মার্ট টেকনোলজিস। আমি নিশ্চিত যে, আজ থেকে স্মার্ট জাহির টাওয়ারে চালু হওয়া ফ্ল্যাগশিপ শো-রুমটি বাংলাদেশে কনজিউমার ইলেকট্রনিক্সের বাজারকে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে নিয়ে যাবে।’ স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘বিশ্বব্যাপি আইটি, আইসিটি এবং ইলেকট্রনিক্স পণ্য একই ছাতার নিচে চলে আসছে। স্মার্ট টেকনোলজিস এই ডিজিটাল বিবর্তনের বাইরে নয়। এ কারণেই আমরা দেশের প্রথম প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছি। আমরা সনি’র সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশে তাদের প্রতিষ্ঠানিক পরিবেশক হয়েছি। আজ থেকে স্মার্টের টেলিভিশন বাজারজাত শুরু হলো।’ সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিবুল হাসানসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা।
উত্তরণবার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ