মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:০৬
ব্রেকিং নিউজ

হাইকোর্ট মাজার মসজিদে মুসল্লির ঢল

হাইকোর্ট মাজার মসজিদে মুসল্লির ঢল

উত্তরণবার্তা প্রতিবেদক : পবিত্র শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসল্লির ঢল নেমেছে রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদে।  ১৮ মার্চ শুক্রবার রাত ২ টার দিকে সরেজমিনে দেখা গেছে, হাইকোর্ট মাজার মসজিদের ভেতরে বাইরে মুসল্লিতে কানায় কানায় পূর্ণ। বাইরে পুলিশি তল্লাশিতে সুশৃখল ও সারিবদ্ধভাবে মুসল্লিদের মসজিদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে আবার বাইরে যেতে হচ্ছে সারিবদ্ধভাবে। বাদ এশা থেকে নফল নামাজ, জিকির আজকার, এবাদত বন্দেগিতে মশগুল এখানকার মুসল্লিরা। এ সময় অনেককেই দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে দেখা গেছে। কেউ কেউ গুনাহ ক্ষমা প্রার্থণায় নীরবে অশ্রু ঝরাচ্ছেন। দেশ ও জাতির হেফাজতের জন্য, হালাল রিজিকের জন্য, মা-বাবা পরিবারের জন্য মহান রবের গায়েবি সাহায্য চেয়ে মোনাজাত করছিলেন মসজিদে আসা মুসল্লিরা। 
 
তাহাজ্জুদ নামাজ ও  ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বিনিদ্র রজনী শেষ করবেন মুসল্লিরা। এখানে রোজা পালনে মুসল্লিদের জন্য তবারুকের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ। এখানে জামাতে হবে সালাতুস তাসবিহর নামাজ। ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতে দেশ ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হবে। 
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ