শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:২৪
ব্রেকিং নিউজ

পরিধানযোগ্য ডিভাইস সরবরাহ বাড়ছে

পরিধানযোগ্য ডিভাইস সরবরাহ বাড়ছে

উত্তরণ বার্তা তথ্যপ্রযুক্তি ডেস্ক : পরিধানযোগ্য ডিভাইসের সরবরাহ নিয়ে বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে আইডিসি। তৃতীয় প্রান্তিকে প্রায় সাড়ে ১২ কোটি পরিধানযোগ্য ডিভাইস বাজারে সরবরাহ হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পরিধানযোগ্য ডিভাইসের বাজারে ৩৩ শতাংশ বাজার দখল করে অ্যাপল শীর্ষস্থানে রয়েছে।

এরপর রয়েছে শাওমি, হুয়াওয়ে এবং স্যামসাং। পঞ্চম অবস্থানে যৌথভাবে রয়েছে ফিটবিট ও বোট, বাজারে তাদের শেয়ার ২.৬ শতাংশ। সব প্রতিষ্ঠানেরই গত বছরের তুলনায় এবার রেকর্ড সংখ্যক প্রবৃদ্ধি হয়েছে। মূলত সব ধরনের মূল্যে পণ্য পাওয়ার ফলে সব শ্রেণির মানুষ ডিভাইসগুলো কিনতে পেরেছে।

আইডিসির তথ্যমতে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচেয়ে সফল ডিভাইস হল এয়ারপড ও অ্যাপল ওয়াচ। দ্বিতীয় অবস্থানে থাকা শাওমির ১৭ মিলিয়ন ডিভাইসের মধ্যে ১২.৮ মিলিয়ন ডিভাইসই হল রিস্টব্যান্ড। আর জিএসএম প্রযুক্তির প্রয়োজন না থাকায় হুয়াওয়ের ডিভাইসের জনপ্রিয়তা পেয়েছে স্বাভাবিক কারণেই।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ