শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:১৪
ব্রেকিং নিউজ

টিকা না দিলে সিটি কর্পোরেশনের সেবা পাবেন না নাগরিকরা

 টিকা না দিলে সিটি কর্পোরেশনের সেবা পাবেন না নাগরিকরা

উত্তরণবার্তা প্রতিবেদক : সারাদেশে চলছে একদিনে এক কোটি টিকাদান কার্যক্রম। আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় করোনা টিকার এ কার্যক্রম। যা বিরতিহীনভাবে চলবে সন্ধ্যা পর্যন্ত। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮৬টি কেন্দ্রে পাঁচ লাখ টিকা দেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। টিকা না দিলে নাগরিকরা সিটি কর্পোরেশনের কোনো সেবা পাবেন না বলে ঘোষণা দেন তিনি। সকালে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে টিকা কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা জানান মেয়র।
 
সকাল থেকেই রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। কোনো ধরণের রেজিষ্ট্রেশন ছাড়াই টিকা নিতে পেরে খুশি মানুষ। তারা জানান, আগে ভোগান্তির কথা চিন্তা করে টিকা নিতে আসেননি, এখন সহজ হওয়ায় কেন্দ্রে এসেছেন। আবার অনেকে প্রথম ডোজ টিকা বন্ধ হওয়ার খবরে ছুটে এসেছেন টিকা নিতে বলে জানান।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK