শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৩৮
ব্রেকিং নিউজ

ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগকে প্রস্তুত থাকার আহ্বান আওয়ামী লীগ নেতাদের

ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগকে প্রস্তুত থাকার আহ্বান আওয়ামী লীগ নেতাদের

উত্তরণবার্তা প্রতিবেদক ​:  ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের দুঃখ সুখের সারথী হয়ে উঠতে হবে। একইসঙ্গে স্বাধীনতা বিরোধী অপশক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে গুড়িয়ে দিতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে। রবিবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ নেতারা এই আহ্বান জানান।  
 
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
 
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনক জাহান রাইনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন।
 
সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক বলেন, 'মুক্তিযুদ্ধকে যারা বাঁধাগ্রস্থ করতে চেয়েছিলো তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে। সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে গুড়িয়ে দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে। ’ নতুন নেতৃত্বে যারা আসবেন তাদের উদ্দেশ্যে নানক বলেন, ‘সম্মেলনে যারা হলের সভাপতি সাধারণ সম্পাদক হবেন। তাদেরকে শিক্ষার্থীদের সুখ-দুঃখের সারথী হতে হবে। বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। হল কমিটি গঠনের মধ্য দিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে ছাত্রলীগের মেলবন্ধন তৈরি হবে। এটাই প্রত্যাশা। ’
 
আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেকোনো মূল্যে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে, মুক্তিযুদ্ধের চেতনায় সমগ্র শক্তিকে একত্রিত করতে এবং যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের কবর রচনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। ’ প্রধান বক্তা হিসেবে সম্মেলনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। আজকে এই সম্মেলনের মাধ্যমে সংগঠনে নতুন রক্তের যেমন সঞ্চালন হবে, একইসঙ্গে এই সম্মেলনের মাধ্যমে নতুন করে রক্ত-শপথ গ্রহণ করতে চাই, মুক্তিযুদ্ধের অঙ্গিকারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। ’
 
করোনা পরিস্থিতি বিবেচনায় অন্তত এক ডোজ টিকা নেওয়া নেতাকর্মীদেরকে নিয়ে হল শাখা ছাত্রলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর হল কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করতে এই সম্মেলন হয়। সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী, পদপ্রত্যাশী নেতাকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলন উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়। এর আগে সম্মেলন উপলক্ষে ১৮ হলে কর্মী সভা করেন তারা। সম্মেলন শেষে বিদ্যমান সকল হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলনের প্রথম ধাপ শেষে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ