শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৮:৫৮

‘নজিরবিহীন হুমকির মুখে ইউক্রেন’

‘নজিরবিহীন হুমকির মুখে ইউক্রেন’

উত্তরণবার্তা ডেস্ক : ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এর প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন  ১৯ জানুয়ারি বুধবার বলেছেন,  'ইউক্রেন নজিরবিহীন' হুমকির মুখে। বর্তমানে ইউক্রেনে অবস্থান করেছেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী। ইতোমধ্যে দেখা করেছেন দেশটির প্রেসিডেন্ট জিলেনস্কির সঙ্গে। সেখানে তিনি জোর দিয়ে বলেছেন, রাশিয়া হামলা চালালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কড়া নিষেধাজ্ঞা দিবে। এছাড়া ব্লিনকেন বলেন, এই পরিস্থিতিতে ওয়াশিংটনের স্পষ্ট পছন্দ হচ্ছে 'কূটনৈতিক সমাধান'।

কিয়েভে ব্লিনকেন সাংবাদিকদের বলেন, আমি আশা করি যে ব্যাপারটাকে আমরা কূটনৈতিক ও শান্তিপূর্ণ পথে রাখতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত এটা হবে পুতিনের সিদ্ধান্ত। এদিকে  রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের ভেতরে ঢুকে অভিযান চালানোর পরিকল্পনার কথা একাধিকবার অস্বীকার করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ একে 'সম্পূর্ণ ভুয়া তথ্য' বলে বর্ণনা করেছেন। তথ্যসূত্র: আল জাজিরা
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK