মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৪৮
ব্রেকিং নিউজ

৯০০ কেজি জাটকা জব্দ : ২ জনের জরিমানা

৯০০ কেজি জাটকা জব্দ : ২ জনের জরিমানা

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার উপজেলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় আজ সকালে পৃথক অভিযানে ৯০০ কেজি জাটকা (ছোট ইলিশ) জব্দ করা হয়েছে। এর মধ্যে সদরে ৮০০ কেজি ও বোরহানউদ্দিনে ১০০ কেজি জাটকা উদ্ধার হয়। এসময় জাটকা মজুদ করার দায়ে সদরে একজনকে ৫ হাজার ও বোরহানউদ্দিনে একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন  জানান, সকালে রাজাপুরের জনতা বাজার থেকে ১৫ মণ ও ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার থেকে ৪ মণ জাটকা জব্দ করা হয়েছে। এছাড়া ইলিশা মাছ ঘাটে আড়ৎদার মো: ইউছুব ব্যাপারীকে এক মণ জাটকাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো: ইউছুফ হাসান এ দন্ডাদেশ দেন। জব্দ জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বাসস’কে জানান, বুধবার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা এলাকার সরাজগঞ্জ মাছঘাটে অভিযান চালিয়ে এক’শ কেজি জাটকাসহ মো: রাকিব নামের এক বিক্রেতাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সয়াইব আহমেদ’র ভ্রাম্যমাণ আদালত রাকিবকে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। জাটকা দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ