শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২০:০৭

ম্যারাথন থ্রিলারে শেষ হাসি মারের

ম্যারাথন থ্রিলারে শেষ হাসি মারের

উত্তরণবার্তা  ডেস্ক  : ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ইনজুরিতে পড়ে কোর্টের বাইরে ছিলেন প্রায় দেড় বছর। অবসর নেয়ার চিন্তাও করেছিলেন। তবে দুঃসময় কাটিয়ে বেশ কদিন হলো টেনিসে ফিরেছেন তিন বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্যার অ্যান্ডি মারে। ইনজুরির পর এবারই প্রথম খেলতে নামলেন অস্ট্রেলিয়ান ওপেনে।
 
প্রথম রাউন্ড পেরোতেই বেশ ঘাম ঝরাতে হয়েছে এই ব্রিটিশ টেনিস তারকার। মেলবোর্নে পাঁচ সেটের ম্যারাথন থ্রিলারে নিকোলোজ বাসিলাশভিলিকে ৬-১, ৩-৬, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৪ গেমে হারিয়ে শেষ হাসি হাসেন তিনি। জয়ের পর মারে বলেন, ‘গত তিন-চার বছর কঠিনভাবে কেটেছে আমার। এখানে ফিরে আসতে প্রচুর পরিশ্রম করেছি।’
 
পুরুষ এককে জয় পেয়েছেন বাকি ফেভারিটরাও। সুইজারল্যান্ডের হেনরি লাকসোনেনকে ৬-১, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে হারান ২ নম্বর বাছাই দানিল মেদভেদেভ। সুইডেনের মিকাইয়েল ইয়েমেরকে ৬-২, ৬-৪, ৬-৩ সেটে উড়িয়ে দেন ৪ নম্বর বাছাই স্তেফানোস সিত্সিপাস।
 
মেয়েদের এককে প্রত্যাশিত জয় পেয়েছেন তারকারা। প্রথম সেট হারলেও স্টোর্ম স্যান্ডার্সকে ৫-৭, ৬-৩, ৬-২ গেমে হারান আরিনা সাবালেঙ্কা। স্লোয়েন স্টিভেন্সের বিপক্ষে ৬-০, ২-৬, ৬-১ গেমে জেতেন ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এমা রাদুকানু। কিন্তু সেই ফাইনালে যাকে হারিয়েছেন, তিনি ছিটকে গেছেন প্রথম রাউন্ড থেকেই। অস্ট্রেলিয়ার ম্যাডিসন ইংলিসের কাছে ৪-৬, ২-৬ গেমে হারেন লেইলাহ ফার্নান্দেজ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK