মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:২৩

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩২ কোটি

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩২ কোটি

উত্তরণবার্তা ডেস্ক  : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩২ কোটি এবং মৃতের সংখ্যা ৫৫ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও) এ তথ্য জানিয়েছে। খবর তাসের। ১৭ জানুয়ারি মস্কো সময় ১৮:৩৫টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৩২ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৪২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ৫৫ লাখ ৩৬ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ২৬ লাখ ৬৯ হাজার ৫৪ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে এবং ৬ হাজার ৯১৬ জন প্রাণ হারিয়েছে। খবরে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে।
 
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। দেশটিতে মোট ৬ কোটি ৪৭ লাখ ২০ হাজার ৬১২ জন আক্রান্ত হয়েছে। এর পর যথাক্রমে ভারতে ৩ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ২৫৩ জন, ব্রাজিলে ২ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৭২৩ জন, যুক্তরাজ্যে ১  কোটি ৫২ লাখ ১৭ হাজার ২৮৪ জন ও ফ্রান্সে ১ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ১৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। মৃতের সংখ্যার দিক থেকেও যুক্তরাষ্ট্র প্রথম সারিতে রয়েছে। দেশটিতে মোট ৮৪৩,৭১৮ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে। এর পর যথাক্রমে ব্রাজিলে ৬২০,৯৭১ জন, ভারতে ৪৮৬,৪৫১ জন, রাশিয়ায় ৩২১,৯৯০ ও মেক্সিকোতে ৩০১,৩৩৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK