শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ০০:৩৪
ব্রেকিং নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সমতা আনলো আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সমতা আনলো আয়ারল্যান্ড

উত্তরণবার্তা ডেস্ক : বৃস্টি আইনে  স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে  ওয়ানডে সিরিজে সমতা এনেছে সফরকারী  আয়ারল্যান্ড।  কিংস্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে আয়ারল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়দের।  এ ই জয়ে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা আনলো আইরিশরা। করোনার কারনে পরিবর্তিত সূচিতে  গতরাতে কিংস্টনে দ্বিতীয় ম্যাচে টস জিতে  ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায়  আয়ারল্যান্ড। 
 
ব্যাট হাতে  নেমে ১১১ রানেই ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ তিন উইকেটে ১১৮ রান যোগ করতে পারে ক্যারিবীয়রা। এতে ২ ওভার বাকী থাকতে ২২৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। নয় নম্বরে নামা রোমারিও শেফার্ড ৪১ বলে ৭টি চারে ৫০ ও দশ নম্বরে নামা ওডিন স্মিথ ১৯ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৪৬ রান করেন। আয়ারল্যান্ডের এন্ডি ম্যাকব্রিন ৪টি ও ক্রেইগ ইয়ং ৩টি উইকেট নেন। 
 
২৩০ রানের টার্গেটে ভালো জবাব দিচ্ছিলো আয়ারল্যান্ড। ৩১ দশমিক ২ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান সংগ্রহের পর  বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বৃষ্টি আইনে ৩৬ ওভারে ১৬৮ রানের টার্গেট পায় আইরিশরা। অর্থাৎ, ২৮ বলে ১১ রানের দরকার ছিলো। বাকী কাজটুকু করতে আট বল খরচ করে আয়ারল্যান্ড। দলের পক্ষে হ্যারি টেক্টর অপরাজিত ৫৪ রান করেন। অধিনায়ক পল স্টার্লিং ২১ রানের ইনিংস খেলে আয়ারল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেন। ম্যাচ সেরা হন ম্যাকব্রিন।  আগামী ১৬ জানুয়ারি কিংস্টনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। 
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK