শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:১৭
ব্রেকিং নিউজ

সরকারি দলের প্রার্থীকে পরাজিত করতে সব এক হয়েছে : আইভী

সরকারি দলের প্রার্থীকে পরাজিত করতে সব এক হয়েছে  : আইভী

উত্তরণবার্তা  ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সরকারি দলের প্রার্থীকে পরাজিত করতে কয়েকটি পক্ষ একসাথে কাজ করছে। ১৪ জানুয়ারি শুক্রবার সকালে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করে বলেন, আমার অনেক প্রতিপক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত রাখতে কেন্দ্র ভিত্তিক সহিংসতা করার চেষ্টা করতে পারে। এখানে আইভী বনাম অনেক প্রতিপক্ষের ভোট হচ্ছে। আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আরও বলেন, কারা সার্কেট হাউজে থাকছেন সেটা আমার জানা নাই। উৎসব নির্বাচন বলেই কেন্দ্রীয় নেতারা আসছেন।

কিন্তু আমি আমার মতো ব্যস্ত। নির্বাচনে বিশৃঙ্খলা যেন না হয় সেটা পর্যবেক্ষণ করতে হয়তোবা কেন্দ্রীয় নেতারা  নারায়ণগঞ্জে এসেছেন। তৈমুর আমার ছোট বেলা থেকেই কাকা। আমি কোন সহিংসতা করার পক্ষে নই। আমার সেই ধরনের কর্মী নাই। ভোটের দিন যেন উৎসব থাকে, ভোটার যেন কেন্দ্রে আসতে পারে সে জন্য প্রশাসনকে অনুরোধ করেছি বলেও জানান আইভী। আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানো কিংবা টাকা ছড়ানোর বিষয়ে তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এসব করা হচ্ছে। সন্ত্রাসীরা নিজ দলের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এই মেয়র প্রার্থী।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK