শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:৪২
ব্রেকিং নিউজ

আচরণবিধি ভঙ্গ কুমিল্লায় দুই প্রার্থীকে জরিমানা

আচরণবিধি ভঙ্গ  কুমিল্লায় দুই প্রার্থীকে জরিমানা

উত্তরণ বার্তা প্রতিবেদক : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ ডিসেম্বর) দিনব্যাপী অভিযানে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীকে ১৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া, মল্লিকার দিঘী ও শশীদল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে নৌকা প্রতীকের অফিস আলোকসজ্জা করায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ১৬ ধারায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অপরাধে আনারস প্রতীকের প্রার্থীকেও দুই হাজার টাকা জরিমানা করেন বিচারক।

এছাড়া আনারস প্রতীকের প্রার্থীকে মাইক্রোবাসের মিছিল করার অপরাধে ৩১ উপধারায় ১০ হাজার টাকা এবং নির্ধারিত সময়ের পূর্বে মাইকে নির্বাচনী প্রচারণা করার অপরাধে ২১ এর ২ ধারায় পাঁচ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ‘আচরণবিধি লংঘন করলে সে যে প্রার্থীই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আগামী ১০ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ