শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:০৪
ব্রেকিং নিউজ

টুইটারে নতুন ফিচার

টুইটারে নতুন ফিচার

উত্তরণ বার্তা তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বব্যাপী জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার চলতি বছর মার্চে প্রথম ‘টুইটার ফ্লিটস’ নামে ফিচারটি নিয়ে এসেছে। এবার সেই ফিচারটি সবার জন্য উন্মুক্তের ঘোষণা দিয়েছে টুইটার। এর পাশাপাশি ভয়েস কনভার্সেশনের রুমের জন্য ‘স্পেসেস’ নামে একটি ফিচার ডেভেলপের কথাও জানানো হয়েছে। স্নাপচ্যাট বা অন্যান্য অ্যাপে স্টোরি আপলোডের মতো এবার টুইটারেও একটি আলাদা ট্যাবের সাহায্যে কোনো ফটো, লেখা বা ভিডিও পোস্ট করা যাবে, যা একদিন অর্থাৎ ২৪ ঘণ্টা পর নিজে থেকেই মুছে যাবে। এ বিশেষ ফিচারটির নাম হল ‘টুইটার ফ্লিটস।’

টুইটারের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে নতুন এ ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। টুইটার ফ্লিটসের মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি করে নানা কথোপকথনে অংশগ্রহণ করতে পারবেন। মূলত ‘মোমেন্টারি থটস’ শেয়ারিংয়ের ফিচার এটি। এতে অনেকটা বেশি স্বচ্ছন্দ অনুভব করবেন মানুষজন। বিশেষ করে টুইটারে যারা নতুন, তারা এ থেকে বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন। টুইটার ফ্লিটস তাদের ইতস্ততভাব কমবে। বেশি ভাবনা-চিন্তা না করে তারা তাদের ধ্যান-ধারণা শেয়ার করতে পারবেন। কারণ একদিন পরই এ পোস্টগুলো মুছে যাবে।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ