মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:০৯

শান্তি আলোচনার প্রাথমিক চুক্তিতে আফগান সরকার ও তালেবান

শান্তি আলোচনার প্রাথমিক চুক্তিতে আফগান সরকার ও তালেবান

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : ১৯ বছরের গৃহযুদ্ধ অবসানে শান্তি আলোচনার জন্য প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে আফগান সরকার ও তালেবান। বুধবার এই লিখিত চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তির ফলে আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার পথ প্রশস্ত হলো। তবে একে বিরাট সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ যুদ্ধবিরতিসহ আরও গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার সুযোগ পেলেন দুই পক্ষের সমঝোতাকারীরা।

আফগান সরকারের সমঝোতাকারী দলের  সদস্য নাদের নাদেরি বলেছেন, ‘প্রক্রিয়াটির মধ্যে আলোচনার ভূমিকা চূড়ান্ত করা হয়েছে এবং এখন থেকে এজেন্ডাভিত্তিক আলোচনা শুরু হবে।’ টুইটারে তালেবানের মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর থেকে দোহায় তালেবান ও আফগান সরকারের যুদ্ধ অবসানে আলোচনা শুরু হয়। তবে এর মধ্যেও আফগান বাহিনীর ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছিল তালেবান। আফগান পুনর্মিলনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ জানিয়েছেন, দুই পক্ষ ‘তিন পাতার চুক্তিতে সম্মত হয়েছে, যাতে রাজনৈতিক রোডম্যাপ ও বিস্তৃত যুদ্ধবিরতির ব্যাপারে নিয়ম ও প্রক্রিয়া বিধিবদ্ধ করা হয়েছে।’

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK