শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৪৭
ব্রেকিং নিউজ

নতুন প্রযুক্তি সড়কে চলছে ফাইভ জি বাস

নতুন প্রযুক্তি  সড়কে চলছে ফাইভ জি বাস

উত্তরণ বার্তা তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের বহু দেশে যখন ফাইভজিও চালু হয়নি সে সময় চীন সিক্স জির পরীক্ষায় ব্যস্ত। প্রযুক্তিগত উদ্ভাবনে এগিয়ে থাকা দেশের মধ্যে বরাবরই অন্যতম চীন। তারই ধারাবাহিকতায় এবার উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিয়ে দেশটিতে চালু হয়েছে ফাইভজি বাস সেবা। চলতি বছরের শুরুতে চীনের গুইজু প্রদেশের গুইয়াংয়ে চালু হয়েছে এ ধরনের নয়া প্রযুক্তির বাস।

জানা গেছে, ফাইভজি বাসে বসেই দেখা যাবে ফোরকে লাইভ টেলিভিশন, ভিআর লাইভ ও আল্ট্রা এইচডি ভিডিও। ভার্চুয়াল রিয়ালিটিতে দেখা ভিডিও ধারণ করা হচ্ছে ২০০ কিলোমিটার দূরে। সেখানকার চালকবিহীন বাসে বসানো হয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। এর মাধ্যমে প্রযুক্তি সুবিধার নতুন অভিজ্ঞতা নিচ্ছেন যাত্রীরা। যাত্রীরা বলছেন, কোনো ধরনের ঝক্কি ছাড়াই ফাইভজির ওয়্যারলেসে ইন্টারনেট চলছে। নতুন অভিজ্ঞতা পেয়ে নিজেদের খুশির কথা জানান এভাবেই।

এ বিষয়ে চায়না টেলিকমের সল্যুশন এক্সপার্ট চাও জুই জানান, এলাকার বাসিন্দারা তারবিহীন ফাইভজি ইন্টারনেটে আল্ট্রা হাইডেফিনেশন লাইভ টেলিভিশন দেখতে পাচ্ছেন। ভার্চুয়াল রিয়ালিটিতে দূরে বসানো প্যানারমিক ক্যামেরার লাইভ ফুটেজ দেখার সুযোগও
পাচ্ছেন তারা।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ