বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৪২

অনলাইনে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০

অনলাইনে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০

উত্তরণ বার্তা  তথ্যপ্রযুক্তি ডেস্ক : মহামারী করোনা পরিস্থিতির কারণে দেশে এবারের ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ আয়োজন মূলত অনলাইনে হবে। আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর দেশে আয়োজিত হতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের ৭ম আসর। সম্মেলনে ব্যবহার করা হবে গ্রিন স্ক্রিন ও অগমেন্টেড স্টেজ।
 
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে আয়োজন সম্পর্কে সংবাদ সম্মেলনে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে টানা সপ্তমবারের মতো এ আয়োজন মূলত অনলাইনে হবে। তবে সীমিত পরিসরে ভৌত কাঠামোর সংমিশ্রণ থাকবে এবারের আয়োজনে।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিয়াল কনফারেন্স। এতে মূল বক্তা হিসেবে কী-নোট উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
 
এছাড়া পুরো আয়োজনে ২৪টি বিষয়ভিত্তিক সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার এবং ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্টের মতো আয়োজন থাকছে। সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এবারের আয়োজনটি হবে তথ্যপ্রযুক্তিবিষয়ক দেশের সর্ববৃহৎ এবং এশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি আসর। আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতার চিত্র তুলে ধরাই হল ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্দেশ্য। এবারের আয়োজনে দর্শনার্থীরা অনলাইনের মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিতে পারবেন। 
 
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK