শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:৪৬
ব্রেকিং নিউজ

এবার ইউটিউবে অডিও বিজ্ঞাপন

এবার ইউটিউবে অডিও বিজ্ঞাপন

উত্তরণ বার্তা তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের জনপ্রিয় ভিডিওশেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নতুন বিজ্ঞাপন ফরম্যাটের ঘোষণা দিয়েছে। যারা ইউটিউবে দেখার চেয়ে বেশি শোনেন, তাদের জন্যই এ বিজ্ঞাপন। এর ফলে বিজ্ঞাপনদাতারা আরও নির্দিষ্টভাবে বিজ্ঞাপন প্রদান করতে পারবেন। অডিও বিজ্ঞাপন নামের এ বিজ্ঞাপন ফরম্যাট সম্পর্কে বিস্তারিত এক ব্লগ পোস্টে জানান হয়েছে। সেখানে বলা হয়েছে, অডিও বিজ্ঞাপন হল সেসব ভিডিও’র জন্য, যেগুলো দর্শকরা দেখার চেয়ে বেশি শুনে থাকেন।

তবে মজার বিষয় হল, এটি বিজ্ঞাপনগুলো শুধু অডিও হবে- এমন নয়। বিজ্ঞাপনগুলো এমন হবে, এটির অডিও সবচেয়ে ভালোভাবে যোগাযোগ তৈরি করতে পারবে; ভিজ্যুয়াল সাইডে থাকছে ছবি কিংবা সাধারণ অ্যানিমেশন। পরীক্ষামূলকভাবে অডিও বিজ্ঞাপন ক্যাম্পেইন চালিয়ে ৭৫ শতাংশের বেশি বিজ্ঞাপন অধিক ব্র্যান্ড সচেতনতা তৈরি করতে পেরেছে বলে দাবি করছে ইউটিউব।

উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ