বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:১৮
ব্রেকিং নিউজ

মাদারীপুরে ইলিশ রক্ষায় কর্মশালা

মাদারীপুরে ইলিশ রক্ষায় কর্মশালা

উত্তরণবার্তা ডেস্ক : জেলায় আজ ইলিশ সম্পদ রক্ষায় এক অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে। জেলা মৎস্য অফিসের উদ্যোগে এতে ৫টি উপজেলার কয়েকশ’ মৎস্যচাষি পেশাজীবী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,  বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার প্রমুখ ।  

কর্মশালায় ইলিশ সম্পদ উন্নয়ন ও  এর ব্যবস্থপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে নদীতে জাল ফেলার জন্য জেলেদের প্রতি আহবান জানান বক্তারা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK