শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:৩০
ব্রেকিং নিউজ

লক্ষ্মীপুরে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী মাসুম ভূঁইয়া

লক্ষ্মীপুরে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী মাসুম ভূঁইয়া

উত্তরণবার্তা প্রতিবেদক :  লক্ষ্মীপুর পৌরসভায় বিপুল ভোটে নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে বেসরকারিভাবে তাকে মেয়র ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী মাসুম ভূঁইয়া ৩৭ হাজার ৭০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহির উদ্দিন ২ হাজার ৫১৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী জাকিরুল আল মামুন ৪৭০ ভোট ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) আবদুর রহিম ২৮৫ ভোট পেয়েছেন। তবে এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে হাতপাখার প্রার্থী পুনরায় নির্বাচন দাবি করে দুপুরে ভোট বর্জন করেছেন।

জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৭১ হাজার ৩২২ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ৪১ হাজার ৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে ৫৩ ভোট বাতিল হয়েছে। পৌরসভায় ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা ভোট প্রদান করেছেন। ২৮ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। নব-নির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন। আমি মেয়র নির্বাচিত হয়েছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পৌরবাসীর উন্নয়নে কাজ করবো। পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করেছি।
 উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK