শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২০:০৮

২০২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

২০২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

উত্তরণবার্তা ডেস্ক : তাইজুলের আউটে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে থেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ৪৪ রানসহ বাংলাদেশ ২০১ রানের লিড দিয়েছে। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ২০২ রান। আর বাংলাদেশের চাই ১০ উইকেট। হাতে এখনো আজ দিনের দেড় সেশন ও কাল শেষ দিন পুরো বাকি। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করেন লিটন। এর আগে গতকাল ৪৪ রানের লিড নিয়ে খেলতে নেমে বাংলাদেশ ২৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে।

এরপর মুশফিক-ইয়াসির দিন শেষ করে আসেন। চতুর্থ দিন তৃতীয় বলে ফেরেন মুশফিক। এবার লিটন-ইয়াসির মিলে দারুণ জুটি গড়ে এগোচ্ছিলেন। ব্যক্তিগত ৩৬ রানের সময় মাথায় আঘাত পেয়ে কনকাশন হয়ে মাঠ ছাড়েন। তার পরিবর্তে ব্যাটিংয়ে নামেন নুরুল হাসান সোহান। তিনি ১৫ রান করেন। শাহীন শাহ আফ্রিদি নেন ৫ উইকেট।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK