শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:২৪
ব্রেকিং নিউজ

ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ

ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ

উত্তরণবার্তা  ডেস্ক : চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বেশ বড়সড় চ্যালেঞ্জই পাড়ি দিয়েছে বাংলাদেশ দল। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দিনের প্রথম দুই সেশনে পাকিস্তানকে অলআউট করে ম্যাচে ফিরেছিল স্বাগতিকরা। কিন্তু দিনের তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে ধ্বস। ৩৯ রানে ৪ উইকেট নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১২, ইয়াসির আলী ৮ রানে অপরাজিত আছেন।

যা ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে কঠিন অবস্থানে নিয়ে গেছে। আজ চতুর্থ দিনে মুশফিক-লিটনদের ব্যাটিংয়ের উপরই ম্যাচের ভাগ্য নির্ভর করবে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভালো কিছু করতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ পেতে পারে বাংলাদেশ। গতকাল বিকেলের মতো যদি ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে মেতে উঠেন, তবে পাকিস্তানের দিকে হেলে পড়বে চট্টগ্রাম টেস্ট।

গতকাল বাংলাদেশের ৩৩০ রানের বিপরীতে পাকিস্তান প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়। বাংলাদেশ ৪৪ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে নেমে শাহীন আফ্রিদির তোপে পড়ে ২৫ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ৮৩ রানের লিড নিয়ে দিন শেষ করলেও স্বস্তিতে নেই মুমিনুল বাহিনী।

লিড যত বেশি হবে ততই ম্যাচে বাংলাদেশের অবস্থান পোক্ত হবে। তাইজুলের ঘূর্ণি জাদুর পর ব্যাটিংয়ে রুগ্ন হাল। সাদমান, শান্ত, মুমিনুল, সাইফ হাসানরা পারেননি উইকেটে টিকে থাকতে। নিজের অমন বোলিংয়ের পর সতীর্থদের ব্যর্থতায় হতাশ নন গতকাল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর নায়ক তাইজুল। ১১৬ রানে ৭ উইকেট নেয়া এ বাঁহাতি স্পিনারের আশা, আজ চতুর্থ দিনে ব্যাট হাতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

নিজের হাতে রাঙানো সকাল, মধুময় দুপুর বিকেলে মলিন হতে দেখেছেন তাইজুল। দিন শেষে সংবাদ সম্মেলনে আশাবাদী এ স্পিনার বলেছেন, ‘জিনিসটা হতাশাজনক হিসেবে নিলে হবে না। আমিও হতাশা হিসেবে নিচ্ছি না। ক্রিকেট খেলাটাই এমন। কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না। প্রথম ইনিংসেও চারটি উইকেট তাড়াতাড়ি পড়ে যায়। তারপরও কামব্যাক করেছি। এবারও কামব্যাক করার আশাই রাখছি।’

অন্তর্বর্তীকালীন স্পিন কোচ সোহেল ইসলামও মনে করেন, দলের ভেতর আত্মবিশ্বাস ফিরেছে। এখন আজ ভালো ব্যাটিং করলে ম্যাচটা বাংলাদেশের পক্ষেই থাকবে। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রথম ইনিংসে ৪৯ রানে ৪ উইকেটের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা বোলিংয়েও ঘুরে দাঁড়িয়েছি। এটা প্রমাণ করে ছেলেদের মধ্যে বিশ্বাস এসেছে। আমরা বিশ্বাস করি যদি আমরা কাল (আজ) পুরো দিন ব্যাটিং করতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষেই আসবে।’ সব ছাপিয়ে আজ ব্যাটিংয়ে প্রতিরোধ গড়া এবং পাকিস্তানকে লড়াকু টার্গেট দেয়াই এখন চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ।
উত্তরণবার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK